Door43-Catalog_bn_tn/MAT/14/13.md

1.4 KiB

বাপ্তিস্মদাতা যোহনের মৃত্যুর পর যীশু একটা নির্জন স্থানে গেলেন৷

শুনতে পেলেন

"যোহনের প্রতি কী ঘটেছিল তা শুনতে পেলেন" বা "যোহনের বিষয়ে সংবাদ শুনতে পেলেন৷" (দেখুন : স্পষ্ট এবং অন্তর্নিহিতঅর্থ)

তিনি নিজেকে সরিয়ে নিলেন

তিনি চলে গেলেন বা, ভিড় থেকে দূরে চলে গেলেন৷

সেখান থেকে

"সেই জায়গা থেকে"

যখন জনতা সেই বিষয়ে শুনতে পেল

"তাঁরা কোথায় গেছেন যখন জনতা তা শুনতে পেল" (UDB দেখুন) বা "যখন জনতা শুনতে পেল যে তিনি চলে গিয়েছেন৷"

জনতা

"মানুষের ভীর" বা "লোকেরা৷"

তখন যীশু তাদের সামনে বের হয়ে এলেন এবং প্রচুর লোক দেখতে পেলেন

"যীশু তীরে এলেন তিনি অনেক লোক দেখতে পেলেন৷"