Door43-Catalog_bn_tn/MAT/14/10.md

1.4 KiB

কীভাবে হেরোদ বাপ্তিস্মদাতা যোহনকে হত্যা করেছেন এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

তাঁর মাথাটি একটি থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল

"অন্যকেউ মাথাটি একটি থালায় করে নিয়ে এসেছিল ও মেয়েটিকে দিয়েছিল৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

থালা

এটি একটি বড় প্লেট৷

মেয়ে

এমন একটি শব্দর ব্যবহার করুন যা তরুণ, অবিবাহিত মেয়েকে বোঝায়৷

তাঁর শিষ্যদের

"যোহনের শিষ্যরা৷"

দেহ

"মৃতদেহ৷"

তাঁরা যীশুর কাছে গিয়ে বললেন

"বাপ্তিস্মদাতা যোহনের প্রতি কী ঘটেছিল তা যোহনের শিষ্যরা যীশুর কাছে গিয়ে বললো৷ " (দেখুন: স্পষ্ট এবং অন্তর্নিহিত অর্থ)