Door43-Catalog_bn_tn/MAT/14/01.md

891 B

১২ অধ্যায়ের যে ঘটনা যা এখানে বর্ণিত ঘটনার আগে ঘটেছে৷

সেই সময়ে

"তখনকার দিনে" বা "যখন যীশু গালীলে পরিচর্য্যা করেন৷"

শাসনকর্তা হেরোদ

আন্তিপা হেরোদ, যিনি ইস্রায়েলের এক

চতুর্থাংশের শাসক ছিলেন৷ (দেখুন: অনুবাদ নাম)

যীশুর বিষয় শুনতে পেলেন

"যীশুর বিষয় সংবাদ শুনতে পেলেন" অথবা "যীশুর খ্যাতি সম্পর্কে শুনতে পেলেন৷"

তিনি বললেন

"হেরোদ বললেন৷"