Door43-Catalog_bn_tn/MAT/13/57.md

1.4 KiB

এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ যেখানে যীশুর শহরের লোকেরা তাঁকে প্রত্যাখান করল যখন তিনি তাদের সমাজ

ঘরে শিক্ষা দিচ্ছিলেন৷

তারা তাঁর জন্য বিরক্ত হল

"যীশুর আদি শহর লোকেরা তাঁকে অপমান করল" বা "... তাকে গ্রহণ করে নি"

একজন ভাববাদী অসম্মানিত হন না

"একজন ভাববাদী সবজায়গায় সম্মানিত হন" বা "একজন ভাববাদী সবজায়গায় সম্মান পান" বা "মানুষ একজন ভাববাদীকে সবজায়গায় সম্মান দেয়৷"

তাঁর নিজের দেশে

"তাঁর নিজের অঞ্চলে" অথবা "তাঁর নিজের জন্মস্থানে৷"

তার নিজের পরিবার

"তাঁর নিজের বাড়ি"

তিনি সেখানে অনেক অলৌকিক কাজ করলেন না

"যীশু তাঁর নিজের জন্মস্থানে অনেক অলৌকিক কাজ করেন নি৷"