Door43-Catalog_bn_tn/MAT/13/54.md

1.3 KiB

এটি সেই ঘটনার বিবরণ যেখানে যীশুর শহরের লোকেরা তাঁকে প্রত্যাখান করল যখন তিনি তাদের সমাজ

ঘরে শিক্ষা দিচ্ছিলেন৷

তাঁর নিজের অঞ্চলে

"তার জন্মস্থানে" (UDB দেখুন)

তাদের সমাজ

ঘরে

"তাদের" সর্বনামটি সেই অঞ্চলের জনগনকে বোঝায়৷"

তারা আশ্চর্য্য হয়ে গেল

"তারা অবাক হল"

এবং এই অলৌকিক কাজ

"এবং কিভাবে সে এই অলৌকিক কাজ করার ক্ষমতা পেয়েছে" (দেখুন: বাক্যালংকার)

ছুতোরের ছেলে

একজন ছুতোর মিস্ত্রি, যিনি কাঠ বা পাথর দিয়ে জিনিসপত্র তৈরী করেন৷ যদি "ছুতোর" শব্দটি অজ্ঞাত হয়, তবে "নির্মাতা" ব্যবহার করা যেতে পারে৷