Door43-Catalog_bn_tn/MAT/13/47.md

1.9 KiB

যীশু তাঁর শিষ্যদের সঙ্গে একটি বাড়ি গেলেন যেখানে তিনি ঈশ্বরের রাজ্যের আরো কিছু বিষয় যা দৃষ্টান্তের মাধ্যমে অবিরত বলতে লাগলেন৷ এই দৃষ্টান্তে, যীশু পুনরায় একটি উপমা ব্যবহারের মাধ্যমে তাঁর শিষ্যদের বোঝাতে চাইছেন যে স্বর্গ রাজ্যে কেমন (দেখুন: উপমা)৷

স্বর্গ রাজ্যে এমন

দেখুন আপনি এটিকে কিভাবে উপমায় অনুবাদ করা হয়েছে৷

একটি জালের সমান, যা সমুদ্রে ফেলা হয়েছে

এটাকে একটি সক্রিয় ক্রিয়া সঙ্গে অনুবাদ করা যেতে পারে, "জলের মত যা কিছু জেলেরা সমুদ্রে নিক্ষেপ করল৷"

একটি জাল যা সমুদ্রে ফেলা হয়েছে

"একটি জাল যা হ্রদে নিক্ষেপ করা হয়েছে৷"

নানা রকমের প্রাণী ধরা পড়ল

"সব রকম মাছ ধরা পড়ল"

এটিকে সৈকতে টেনে তোলা হলে

"টেনে ডাঙায় তোলা হল" বা " সৈকতে টেনে তোলা৷"

ভাল জিনিস

"ভালগুলো"

খারাপগুলো

"খারাপ মাছগুলো" বা "সেই সব মাছ যা খাবার অযোগ্য৷"

ফেলে দিল

"রাখে নি৷"