Door43-Catalog_bn_tn/MAT/13/36.md

1.2 KiB

যীশু তাঁর শিষ্যদের সঙ্গে একটি বাড়ি গেলেন যেখানে তিনি ঈশ্বরের রাজ্যের আরো কিছু বিষয় যা দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা করলেন৷

বাড়ি চলে গেলেন

"বাড়ির মধ্যে গিয়েছিলেন" বা " সেই বাড়িতে গেলেন যেখানে তিনি থাকতেন৷"

যে রোপণ করে

"বীজবপক"

মনুষ্য পুত্র

যীশু নিজেকেই উল্লেখ করছেন৷

রাজ্যের সন্তানগণ

"সেই সব মানুষ যারা রাজ্যের অন্তর্গত"

মন্দ আত্মার সন্তানরা

"সেই সব মানুষ যারা মন্দ আত্মার অন্তর্গত৷"

শত্রু যে তা বুনেছিল

শত্রু যে শ্যামা ঘাসের বীজ বুনেছিল৷

জগতের শেষ

"যুগের শেষ৷"