Door43-Catalog_bn_tn/MAT/13/03.md

2.2 KiB

যীশু একটি বৃহৎ জনসমষ্টিকে বিভিন্ন ধরনের দৃষ্টান্ত বললেন যা ঈশ্বরের রাজ্য কি রকম সেই বিষয়ে বর্ণনা করে৷

যীশু তাদের দৃষ্টান্তে অনেক কথা বললেন

"যীশু তাদের দৃষ্টান্তে অনেক কথা বলেছিলেন৷"

তাদের

সেই সমস্ত লোকদের যারা সেই দলের মধ্য ছিল৷"

দেখ

বিকল্প অনুবাদ: "দেখ" বা, "শোন" বা, "আমি তোমাদের যা বলতে চলেছি তার প্রতি মনোযোগ দাও৷"

একজন বীজবপক বীজ বপন করতে গেল

"একজন চাষী ক্ষেতে বীজ বপন করতে গেল।"

যখন তিনি বপন করছিলেন

"যখন সেই বীজবপক বীজ বপন করছিলেন।"

পথের পাশে

জমির পাশে যে "রাস্তা" থাকে৷ এই ভূমির গঠন শক্ত হয় ও তার উপর দিয়ে লোকেরা যাতায়াত করে৷

তা গ্রাস করে

"সব বীজ খেয়ে ফেললো৷"

পাথুরে জমিতে

শিলার উপরে অগভীর মাটি৷

অবিলম্বে তারা বেড়ে উঠে

"বীজ দ্রুত অঙ্কুরিত এবং বড় হয়ে ওঠে৷"

সেগুল পুড়ে গেল

"সূর্য গাছপালা ঝলসিত করে এবং তারা খুবই উত্তপ্ত হয়ে ওঠে৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

সেগুল শুকিয়ে গেল

"সেই গাছপালাগুল শুষ্ক হয়ে ওঠে এবং মারা যায়৷"