Door43-Catalog_bn_tn/MAT/12/13.md

1.3 KiB

বিশ্রামবারে একজন লোককে সুস্থ করার জন্য ফরীশীরা তাঁর নিন্দা করছিল এবং সেই বিষয়ে যীশু তাদের সঙ্গে কথা বলছেন৷

সেই ব্যক্তি

সেই ব্যক্তি যার হাত শুকিয়ে গিয়েছিল৷

তোমার হাতকে প্রসারিত কর

"তোমার হাতকে তুলে ধর" বা, "তোমার হাতকে বাড়িয়ে দাও৷

সে

সেই ব্যক্তি৷

এটি...সেটি

সেই ব্যক্তির হাত৷

সুস্থ হয়ে উঠলো

"সম্পূর্ণরূপে সুস্থ হল" বা, "পুনরায় সুস্থ হল"

বিরুদ্ধে সরযন্ত্র

"ক্ষতি করার পরিকল্পনা"

তারা খুঁজতে লাগলো কি করে

"অনান্য রাস্তা খুঁজতে লাগলো"

তাঁকে মৃত্যুদণ্ড দিতে

যীশুকে মৃত্যুদণ্ড দিতে৷