Door43-Catalog_bn_tn/MAT/12/07.md

978 B

যীশু অবিরত তাঁর শিষ্যদের পক্ষসমর্থন করে চলেছেন যখন তাঁর শিষ্যরা বিশ্রামবারে গমের শীষ ছিঁড়ে তাঁদের খিদে মেটানোর জন্য ফরীশীরা তাঁদের নিন্দা করছিল৷

যদি তোমরা জানতে

"তোমরা জান না৷"

তাদের...তোমরা

ফরীশীরা৷

আমি দয়াই চাই, বলিদান নয়

বলিদান ভাল, কিন্তু দয়া তার থেকেও উত্তম৷ (দেখুন: অতিরঞ্জিত)

এর মানে কি

"ঈশ্বর শাস্ত্রে কি বলেছেন৷"

আমার বাসনা

"আমার" সর্বনামটি ঈশ্বরকে বোঝায়৷