Door43-Catalog_bn_tn/MAT/11/28.md

1.4 KiB

যীশু লোকদের কাছে তাঁর কথা বলা শেষ করলেন৷

যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত

এই উপমাটি যিহূদীদের ব্যবস্থার যোঁয়ালীকে বোঝায়৷ ( দেখুন: উপমা)

আমি তোমাদের বিশ্রাম দেব

"আমি তোমাদের পরিশ্রম ও চিন্তার হাত থেকে বিশ্রাম পেতে সাহায্য করব৷" (দেখুন: স্পষ্ট এবং অন্তর্নিহিত অর্থ)

আমার যোঁয়ালী নিজেদের উপরে তুলে নাও

"তোমরা" সর্বনামটি এই পদে "তোমরা যারা পরিশ্রান্ত ও ভরাক্রান্ত" এটা তাদেরকে ইঙ্গিত করে৷ এই উপমাটির অর্থ হল,. আমি যে কাজ করতে দিই তা গ্রহণ কর" (দেখুন:UDB) বা, "আমার সঙ্গে কাজ কর৷" (দেখুন: উপমা)

আমার ভার হাল্কা

"হাল্কা" শব্দটি ভারীর বিপরীত, অন্ধকারের বিপরীত নয়।