Door43-Catalog_bn_tn/MAT/08/18.md

2.2 KiB

যীশু তাঁর অনুসরণকারীদের কাছে কি আশা করেন তিনি তার ব্যাখ্যা করছেন৷

তিনি, তাঁকে

৮:১৯ পদে এগুলি যীশুকেই ইঙ্গিত করে৷

তিনি নির্দেশ দিলেন

"তিনি তাঁদের বললেন কি করতে হবে৷"

তখন

পরে যীশু "নির্দেশ দিলেন," কিন্তু এটি নৌকায় ওঠার পূর্বেই ঘটেছিল (দেখুন: UDB)৷

যেখানেই

"যে কোনো জায়গায়"

শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে

এই জীবজন্তুদের এই বাক্যালংকারে বিস্তীর্ণ বনভূমির পশু

পাখি হিসাবে প্রকাশ করে৷ (দেখুন: বাক্যালংকা)

শিয়ালদের

শিয়াল দেখতে ঠিক কুকুরের মতোই এবং এরা বাসায় বসবাসকারী ছোট ছোট পাখিদের ও ছোট পশুদের খাদ্য হিসাবে গ্রহণ করে৷ যদি আপনার অঞ্চলে শিয়াল অপরিচিত জীব হয় তবে কুকুরের সদৃশ্য যে কোন পশু বা অন্য লোম

যুক্ত পশুরও উল্লেখ করতে পারেন৷ (দেখুন: অজ্ঞাত অনুবাদ)

গর্ত

শিয়াল মাঠিতে গর্ত করে বসবাস করার জন্য৷ শিয়াল সদৃশ্য পশুর জন্য বিশেষ শব্দের ব্যবহার করুন যেখানে শিয়াল বসবাস করে৷

তাঁর মাথা রাখবার কোন জায়গা নেই

" শোয়ার জন্য তাঁর নিজস্ব কোন জায়গা নেই" (দেখুন: বাগধারা)