Door43-Catalog_bn_tn/MAT/06/05.md

1.6 KiB
Raw Permalink Blame History

যীশু তাঁর শিষ্যদের ক্রমাগত শিক্ষা দিতে লাগলেন৷ এই ঘটনাটি ৫:১ পদে শুরু হয়৷"

যীশু একদল লোকদের সঙ্গে কথা বলছিলেন যে ব্যক্তি বিশেষ তাঁদের সঙ্গে কি ঘটতে চলেছে৷

সমস্ত "তুমি" ও "তোমার" শব্দগুলি ৫ ও পদে বহুবচনে আছে৷ ৬ পদে সেগুলি একবচনে আছে৷ কিন্তু আপনাকে হয়ত সেগুলিকে বহুবচনে অনুবাদ করতে হবে৷

সত্যিই আমি তোমাদের বলছি

"আমি তোমাদের সত্য বলছি"

তোমার ঘরের ভেতরে প্রবেশ কর

"একটি গোপন জায়গায় যাও" বা, "ভেতরের ঘরে যাও৷"

তোমার পিতা, যিনি গোপনে দেখেন

এটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, "লোকেরা গোপনে কি করে তা তোমাদের পিতা দেখতে পান৷"

অর্থহীন কথার পুনরুক্তি

অর্থহীন কথার পুনরুক্তি করা৷

বেশী কথা বললে

"লম্বা প্রার্থনা" বা "অনেক শব্দ"