Door43-Catalog_bn_tn/MAT/04/18.md

1.0 KiB

এটি যীশুর গালীলে পরিচর্য্যার ধারাবাহিক বিবরণ।

জাল ফেলছেন

"জাল নিক্ষেপ করছেন৷"

আমার পিছনে এস,

তাঁকে অনুসরণ করার জন্য, তাঁর সঙ্গে জীবনযাপন করতে এবং তাঁর শিষ্য হতে যীশু শিমোন ও আন্দ্রিয়কে আহ্বান করলেন৷ বিকল্প অনুবাদ: "আমার শিষ্য হও৷"

আমি তোমাদের মানুষ ধরা শেখাব৷

বিকল্প অনুবাদ: "যেমনভাবে তোমরা মাছ ধর ঠিক সেইভাবে আমিও তোমাদের ঈশ্বরের কাছে মানুষ জমায়েত করতে শিক্ষা দেব৷" (দেখুন রূপার্থক শব্দ)