Door43-Catalog_bn_tn/MAT/02/04.md

1.7 KiB

যখন যীশু যিহূদীদের রাজা হয়ে জন্ম গ্রহণ করেছিলেন তখন কি ঘটেছিল এটি সেই বিষয়ের ধারাবাহিক বিবরণ।

যিহূদিয়ার বৈৎলেহমে

বিকল্প অনুবাদ: "যিহূদিয়ার বৈৎলেহেম শহরে৷"

এটি সেই বিষয় যা ভাববাদীর মাধ্যমে লেখা হয়েছিল

কতৃবাচ্যর মাধ্যমে এই উক্তিটিকে এইভাবেও বলা যেতে পারে যেমন

" এটি সেই বিষয় যা ভাববাদী লিখেছিলেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

ভাববাদীর মাধ্যমে লেখা

বিকল্প অনুবাদ: মীখা ভাববাদীর মাধ্যমে লিখিত৷"

আর তুমি, বৈৎলেহেম..... তুমি যিহূদার শাসনকর্তাদের মধ্যে কোন মতে একেবারে ছোট নও

"তোমরা যারা বৈৎলেহেমে বসবাস কর, তোমাদের শহরও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ (UDB)৷" বা, "তুমি, বৈৎলেহেম.....অন্যান্য শহরের মধ্যে গুরুত্বপূর্ণ৷" (দেখুন: সম্বোধন বাক্যঅলংকার) (দেখুন: বিপরীত বাক্যঅলংকার)