Door43-Catalog_bn_tn/LUK/24/28.md

1.7 KiB

যখন তারা কাছে গেল

"যেমন তারা কাছে এল" (UDB)

তিনি দুরে যাবার জন্য ভাব দেখালেন

তাঁর ভাব দেখে দুইজন মানুষ বুঝলেন যে তিনি অন্য দিকে যাচ্ছেন। সম্ভবত তিনি রাস্তায় হাঁটতে থাকলেন যখন তার বন্ধু গ্রামের দরজায় প্রবেশ করা বন্ধ করলো। সেখানে কোনো ইঙ্গিত নেই যে যীশু তাদেরকে বাক্য দ্বারা প্রতারণা করেছিলেন।

তারা তাঁকে বাধ্য করেছিল

"তারা দৃঢ়ভাবে তাঁকে অনুরোধ করেছিল।"গ্রীক শব্দটির অর্থ হলো বর্ধিত সময়ে শারীরিক শক্তির প্রয়োগ, কিন্তু এটা কতকটা বাক্যালঙ্কার এর মত। এটি তাদের কিছু সময় লেগেছিল এবং প্রচেষ্টা তাঁকে বোঝানোর জন্য। (দেখুন : বাক্যালঙ্কার বিশেষ)

যীশু গেলেন

"যীশু ঘরের ভিতরে প্রবেশ করলেন"

তাদের সঙ্গে থাকলেন

"তাদের" কথাটির দ্বৈত গঠন ব্যবহার করুন।"