Door43-Catalog_bn_tn/LUK/23/26.md

1.1 KiB

যেমন তারা তাঁকে দুরে নিয়ে গেল

"যখন সৈন্যরা যীশুকে নিয়ে পিলাত যেখানে ছিলেন সেখান থেকে দুরে নিয়ে গেল"

শিমোন নামে একজন কুরীনীয়কে ধরে নিয়ে গেল

"রোমান সৈনিকদের অধিকার ছিল তাদের বোঝা বওয়ার জন্য লোকদের বাধ্য করতে। এটিকে অনুবাদ করবেন না যেন সংকেত দেয় যে শিমোনকে বন্দী করা হয়েছিল অথবা কোনো ভুল কাজ তিনি করেছিল।

এক

"একজন মানুষের নাম"

গ্রাম থেকে আসছিল

"গ্রাম থেকে সে যেরুশালেমে আসছিল" (UDB)

তার ওপরে ক্রুশ দিল

"তার কাঁধে ক্রুশ দিল"