Door43-Catalog_bn_tn/LUK/22/56.md

1.6 KiB

এক নজরে তার দিকে তাকিয়ে বলল

"এক নজরে পিতরের দিকে তাকালো এবং উঠানের মধ্যে অন্য লোকদের বলল"

এই মানুষটিও তাঁর সঙ্গে ছিল

যীশুর সঙ্গে পিতরের থাকার কথা মহিলাটি লোকদের বলছিল। সে হয়ত পিতরের নাম জানত না।

কিন্তু পিতর সেটি অস্বীকার করলেন

"কিন্তু পিতর বললেন এটি সত্য নয়"

নারী, আমি তাঁকে জানিনা

পিতর সেই মহিলাটির নাম জানতেন না। তিনি "নারী" কথাটি বলে ডেকে তাকে অপমান করেনি। যদি লোকেরা মনে করে যে তিনি তাকে অপমান করছিলেন, আপনি একটি মহিলার যাকে জানেন না তার সঙ্গে মোকাবেলা করার জন্য সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য পথ ব্যবহার করতে পারেন, অথবা আপনি কথা বলা থেকে চলে যেতে পারেন।

ওহে, আমি নই

উপরে লেখা নোট "নারী" থেকে দেখুন।"