Door43-Catalog_bn_tn/LUK/22/54.md

822 B

তাকে নিয়ে গেল

" যেখান থেকে তারা যীশুকে ধরেছিল সেই বাগান থেকে দুরে নিয়ে গেল"

তারা আগুন জালিয়ে বসলো

এটি আবার এইরূপ অনুবাদ করা যেতে পারে যেমন "তাদের মধ্যে কিছু লোক আগুন জালিয়ে বসলো।" আগুন তাদের গরম করার জন্য জালিয়েছিল।

উঠানের মাঝখানে

এটি ছিল মহাযাজকের বাড়ির উঠান। এখানে চারিদিকে দেওয়াল ছিল, কিন্তু ছাদ ছিল না।