Door43-Catalog_bn_tn/LUK/22/41.md

1.8 KiB

কিছু দুরে

এটি একটি শব্দগুচ্ছ যার মানে হলো "এমন একটি দুরত্ব যেখানে কেউ একজন পাথর ছুড়ে মারতে পারে।" এটি আবার এইরূপ অনুবাদ করা যেতে পারে যেমন "একটি কম দুরত্ব" অথবা ঠিক যেন আনুমানিক পরিমাপের সমান "প্রায়ই ৩০ মিটার" (UDB) (দেখুন: শব্দগুচ্ছ)

এই পানপাত্র আমার থেকে দূর কর

এটি একটি রুপকালঙ্কার। যীশু যে কষ্ট তিনি সহ্য করা সম্পর্কে এখানে উল্লেখ করেছেন তা একটি কাপে ছিল এবং তিনি সেটি পান করতে যাচ্ছিলেন। এটি আবার এইরূপ অনুবাদ করা যেতে পারে যেমন "এই কষ্টের পানপাত্র আমার থেকে দুরে নিয়ে যাও" অথবা "আমার থেকে এই দুঃখ দুরে নিয়ে যাও" অথবা আমাকে এইরকম কষ্ট ভোগ করা থকে উদ্ধার কর।" (দেখুন: রুপকালঙ্কার)

তবুও আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক

এটি এইরূপ অনুবাদ করা যায় যেমন "যদিও, আমি চাই আমার থেকে তোমার ইচ্ছা পূর্ণ হোক।"