Door43-Catalog_bn_tn/LUK/22/17.md

1.8 KiB

যখন তিনি ধন্যবাদ দিয়েছিলেন

"যখন তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন"

তিনি বললেন

"তিনি তাঁর প্রেরিতদের বললেন"

নিজেদের মধ্যে এটা ভাগ করে দাও

এটি এইরকম অনুবাদ করা যেতে পারে যেমন "নিজেদের মধ্যে এই দ্রাক্ষারসগুলি ভাগ করে দাও" অথবা "তোমরা সবাই এটা থেকে কিছু দ্রাক্ষারস পান কর।"

কারণ আমি তোমাদের বলছি

এই শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে যীশু পরবর্তী সময়ে কি বলবেন তার গুরুত্ব দেওয়ার জন্য।

দ্রাক্ষারসের ফল

এটি আঙ্গুর চিপে যে রস বের করা হয় তার বিষয়ে উল্লেখ করেছে। মদ আঙুরের রসের খামী থেকে তৈরি করা হয়।

যে পর্যন্ত না ঈশ্বরের রাজ্য আসে

এটি এইরকম অনুবাদ করা যেতে পারে যেমন "যে পর্যন্ত না ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়" অথবা "যে পর্যন্ত না ঈশ্বর তাঁর রাজ্য প্রতিষ্ঠিত হয়" অথবা "যতক্ষণ না ঈশ্বর তাঁর রাজ্যে শাসন না করেন।"