Door43-Catalog_bn_tn/LUK/21/32.md

1.2 KiB

এই প্রজন্ম

সম্ভাব্য অর্থগুলি হলো 1) এই প্রজন্ম দেখতে পাবে যীশু যে লক্ষণের কথা প্রথমে বলেছেন অথবা 2) এই প্রজন্মের সঙ্গে যীশু কথা বলছিলেন। প্রথমটি বেশী সম্ভাবনা।

আকাশ ও পৃথিবীর লোপ হবে

"আকাশ ও পৃথিবী ক্ষান্ত হবে।" "স্বর্গ" এই শব্দটি এখানে আকাশ এবং মহাবিশ্বের বাইরের কথাকে বোঝায়।

আমার কথা কখনই লোপ পাবে না

"আমার কথা কখনো বিফলে যাবে না" অথবা "আমার শব্দ বিফল হবে নাl" এটি আবার এইরূপ অনুবাদ করা যেতে পারে যেমন "আমার কথা অবশ্যই পূর্ণ হবে"অথবা "আমি যা বলি তা নিশ্চই ঘটবে।"