Door43-Catalog_bn_tn/LUK/21/20.md

1.4 KiB

(যীশু তাঁর শিষ্যদেরকে ভবিষ্যত সম্পর্কে বলতে অব্যাহত রেখেছিলেন)

জেরুশালেমকে সৈন্যসামন্ত দিয়ে ঘেরা

এটি একটি সক্রিয় ক্রিয়া দিয়ে প্রকাশ করা যেতে পারে: "সেনাবাহিনী যিরূশালেমকে ঘিরে আছে।" (দেখুন: সক্রিয় বা নিষ্ক্রিয়)

যে, তার ধ্বংস নিকটবর্তী

"এটি খুব তারাতারি ধ্বংস হবে" অথবা "তারা এটিকে খুব শীঘ্রই ধ্বংস করবে"

পালিয়ে

"বিপদ থেকে পালিয়ে গেল"

এই দিনগুলো হচ্ছে প্রতিশোধের দিন

"এই দিনগুলি হলো শাস্তির দিন" অথবা "এই দিনগুলিতে লোকদের শাস্তি দেওয়া হবে" অথবা "এই সময় হলো যখন ঈশ্বর শহরকে শাস্তি দেবেন" (UDB)

যে সব কথা লেখা আছে

"যে সব কথা শাস্ত্রে লেখা আছে"