Door43-Catalog_bn_tn/LUK/20/09.md

1.6 KiB

দ্রাক্ষা চাষীদের কাছে জমা দিলেন

"কিছু টাকার বিনিময়ে দ্রাক্ষা চাষীদের ব্যবহারের জন্য অনুমতি দিলেন" অথবা "কিছু দ্রাক্ষা চাষীদের ব্যবহারের জন্য দিলেন এবং যেন তারা পরে টাকা দেয়"

দ্রাক্ষা চাষীরা

এই লোকগুলি আঙ্গুর গাছগুলিকে তত্বাবধান করে এবং আঙ্গুর চাষ করে। এটা আবার অনুবাদ করা যেতে পারে এইরূপ "আঙ্গুর চাষীরা।"

দ্রাক্ষা ক্ষেত্রের ফসল

"আঙ্গুরের মধ্যে কিছুটা" অথবা "তাদের উৎপাদিত দ্রাক্ষা ক্ষেত্রের কিছু ফসল।" এটি আবার উল্লেখ করা যায়, আঙ্গুর থেকে যা কিছু তৈরী হয়েছে অথবা আঙ্গুর বিক্রি থেকে যে টাকা আয় হয়েছে।

তাকে খালি হাতে পাঠিয়ে দিল

এটি এইরূপ অনুবাদ করা যেতে পারে "তাকে পরিশোধ না করেই পাঠিয়ে দিল" অথবা "আঙ্গুর ছাড়াই তাকে পাঠিয়ে দিল।"