Door43-Catalog_bn_tn/LUK/18/34.md

1.2 KiB

এবং তাঁরা এর কিছুই বুঝতে পারলেন না

“এবং তাঁরা এর কিছুই বুঝতে পারেন নি”

এই বিষয়ে

এটি যীশুর বিবরণ কেমনভাবে যিরূশালেমে কষ্ট সহ্য করবেন ও মারা যাবেন এবং তিনি মৃত্যু থেকে জীবিত হবেন সেই বিষয়কে ইঙ্গিত করে৷

এই কথাটি তাঁদের থেকে গুপ্ত ছিল

এটিকে কর্তিবাচ্য তে বলা যেতে পরে, “ঈশ্বর তাঁদের প্রতিরোধ করেছেন সেই বিষয়কে বোঝার জন্য যা তিনি তাঁদেরকে বলেছিলেন৷” (UDB) (দেখুন: কর্তিবাচ্য ও কর্মবাচ্য)

যে বিষয়ে বলা হয়েছিল

এটিকেও কর্তিবাচ্য তে অনুবাদ করা যেতে পরে, “যে বিষয়ে যীশু বলেছিলেন৷”