Door43-Catalog_bn_tn/LUK/18/11.md

1.1 KiB

(যীশু ক্রামাগত তার দৃষ্টান্ত বলতে থাকেন।)

ফরীশী দাঁড়িয়ে নিজের সম্বন্ধে এই প্রার্থনা করল

গ্রীকে এই অংশের অর্থ পরিষ্কার নয়। সম্ভবপর অর্থ হল ১) "ফরীশী দাঁড়াল এবং নিজের সম্বন্ধে এই ভাবে প্রার্থনা করল" অথবা ২) "ফরীশী নিজেই দাঁড়াল এবং প্রার্থনা করল।"

ডাকাত

ডাকাত হল যে লোকেদের কাছে জোর করে চুরি করে নেয় অথবা (জোর দিয়ে হুমকি দেওয়া | )

উপবাস

"উপবাস করা" মানে হল এক মধ্যাহ্ন ভোজন না করা। ফরীশী এটি সপ্তাহে দু বার করে।

পাওয়া

"উপার্জন করা"