Door43-Catalog_bn_tn/LUK/18/03.md

1.8 KiB

(যীশু ক্রামাগত তার দৃষ্টান্ত বলতে থাকেন)

বিধবা

বিধবা হচ্ছে যার স্বামী মারা গেছে। যীশুর স্রোতারা তার বিষয় চিন্তা করে হবে যে সে মন্দ লোকেদের কাছে প্রতিরক্ষা বিহীন।

আমাকে [তার] ন্যায় পেতে সাহায্য কর

এটি এইভাবেও অনুবাদ করা যায় "শাস্তি দাও" অথবা "আমাকে [তার] বিরুদ্ধে প্রতিফল দাও"

আমার বিরোধী

"আমার শত্রু" অথবা "সেই ব্যাক্তি যে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে।" এটি মামলার/মুকদ্দমার এক বিরোধী। ইহা পরিস্কার নয় যে স্ত্রী লোকটি না ব্যাক্তিটি মুকদ্দামা করেছে।

ঈশ্বর কে ভয় করা

"ঈশ্বরকে সন্মান করা"

ব্যাক্তি

এটি সর্ব্বজনীন ভাবে লোকদের ইঙ্গিত করে।

আমার কষ্টের কারণ

এটি এইভাবেও অনুবাদ করা যায় "আমাকে বিরক্ত করছে"

ক্ষান্ত করছে

"পরিশ্রান্ত করছে"

তার ক্রমাগত আসার দ্বারা

"আমার কাছে ক্রমাগত আসার দ্বারা"