Door43-Catalog_bn_tn/LUK/16/25.md

1.6 KiB

(যীশু ক্রমাগত কাহিনী বলতে থাকেন।)

বাচ্চারা

ধনী ব্যাক্তিও অব্রাহামের একজন বংশধর।

ভালো জিনিস

"উত্তম জিনিস" অথবা "আনন্দময় জিনিস"

একই ভাবে মন্দ জিনিস

এটি এইভাবেও অনুবাদ করা যায় "মন্দ জিনিস পেয়েছে" অথবা "যা পেয়েছে তার জন্য কষ্টভোগ করেছে।"

মর্মান্তিক যন্ত্রণা

"তীব্র যন্ত্রণা"

এসকল ছাড়া

"এই সকল কারণের সঙ্গে"

এক বিরাট শূন্যস্থান স্থিরিকৃত হয়েছ

এটি এইভাবেও অনুবাদ করা যায় "ঈশ্বর আমার ও তোমার মধ্যে এক বিশাল গিরিখাদ দিয়েছে" (UDB)।

এক বিরাত শূন্যস্থান

"এক খাড়া, গভীর এবং প্রশস্থ উপত্যকা" অথাবা "বিশাল ব্যবধান" অথবা "বিশাল গিরিখাদ" (UDB)

যারা পেরোতে চায়

"সেই সমস্ত লোকেরা যারা এই বিশাল শূন্যস্থান পেরোতে চায়" অথবা "যদি কেউ পেরোতে চায়"