Door43-Catalog_bn_tn/LUK/16/16.md

2.1 KiB

(যীশু ক্রমাগত ফরীশীদের শিক্ষা দিতে থাকেন।)

ব্যবস্থা এবং ভাববাদিগন

এটি তখন পর্যন্ত ঈশ্বরের যে সব বাক্য লেখা হয়েছিল তাকে ইঙ্গিত করে।

যোহন আসল

এটি এইভাবেও অনুবাদ করা যায় "যোহন বাপ্তাইজক আসল এবং প্রচার করনল।"

ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হল

এটি এইভাবেও অনুবাদ করা যায় "আমারা লোকেদের ঈশ্বরের রাজ্যের সুসমাচারের শিক্ষা দিচ্ছি।"

সকলে জোর করে তাতে প্রবেশ করার চেষ্টা করছে

এটি এইভাবেও অনুবাদ করা যায় "অনেকে তাতে প্রবেশ করার জন্য যা পারে সেই সমস্তই করছে। যারা যীশুর শিক্ষা শুনছিল এবং গ্রহন করছিল এটি তাদের বোঝান হয়েছে।

তাহা থেকে আকাশ ও পৃথিবীর লুপ্ত হওয়া সহজ

"যেমন তোমরা জান যে আকাশ ও পৃথিবী লুপ্ত হবে না, তেমনি তোমরা নিশ্চিত হতে পার"

কোন অক্ষরের একটি ডট

"অক্ষরের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ।" এটি এইভাবেও অনুবাদ করা যায় "ব্যবস্থার সবথেকে ক্ষুদ্রতম বর্ণনা"

অকার্যকর হওয়া

"ব্যাবস্থা থেকে বাতিল হওয়া"