Door43-Catalog_bn_tn/LUK/16/01.md

1.8 KiB

(যীশু ক্রমাগত লোকদের সঙ্গে কথা বলতে থাকেন।)

এবং যীশুও তার শিষ্যদের বললেন

শেষের পরিচ্ছদটি ফরীশী এবং শাস্ত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, হতে পারে সেই স্রোতা লোকেদের মাধ্যে যীশুর শিষ্যরাও ছিল।

তাকে এই খবর দেওয়া হয়

"লোকেরা ধনী ব্যাক্তিকে খবর দেয়"

তার সম্পত্তি অপচয় করছিল

"তার সম্পত্তি নষ্ট করছিল" অথবা "ধনী ব্যাক্তির সম্পত্তি মূর্খের মতো উড়িয়ে দিচ্ছিল"

তোমার বিষয়ে এ আমি কি শুনছি?

এটি একটি আলঙ্কারিক প্রশ্ন। ধনী ব্যাক্তি টি বলছিল, "তুমি যা করছো আমি শুনেছি।" (দেখুনঃ আলঙ্কারিক প্রশ্ন)

তোমার কর্ম পদের হিসেব দাও

এটি এইভাবেও অনুবাদ করা যায় "সমস্ত জিনিস গোছও অন্যকে হস্তান্তর করার জন্য" অথবা "সব জিনিস ঠিক কর অন্যকে দায়িত্ব দেওয়ার জন্য" অথবা "আমার টাকা সমন্ধে যা হিসেব নিকেশ করেছো তা প্রস্তুত কর।"