Door43-Catalog_bn_tn/LUK/13/28.md

2.0 KiB

যীশু ক্রমাগত ঈশ্বরের রাজ্যে প্রবেশের বিষয়ে কথা বলতে থাকেন। ) # দন্তঘর্ষণ

সম্ভবপর মানে গুলি হল ১) তোমরা দন্তঘর্ষণ করবে কারণ তোমরা ক্রুদ্ধ অথবা ২) তোমারা আমাদের দন্তঘর্ষণ করবে কারণ তোমরা কষ্টে আছ। যদি আপনাদের সংস্কৃতিতে দন্তঘর্ষণের সঙ্গে রাগের সামঞ্জস্য না থাকে তবে এটি এইভাবেও অনুবাদ করা যেতে পারে "রাগে দন্তঘর্ষণ করা।" অথবা আপনার সংস্কৃতিতে যেভাবে রাগকে প্রকাশ করা হয় তা ব্যবহার করতে পারেন, যেমন "পা ধপ ধপ করা" বা "দাঁত মোচড়ানো" বা "দাঁত খেচিয়ে গর গর করা" # কিন্তু তোমরা

তোমাদের বাহিরে ফেলা হয়েছে

"কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বাইরে ফেলে দেবে"

তাহারা আসিবে

"লোকেরা আসিবে" # শেষে যারা প্রথমে আসবে

এটি সন্মান বা গুরুত্বের বিষয়ে বলা হয়েছে। এটি এইভাবেও অনুবাদ করা যায় "যারা কম গুরুত্বপূর্ণ তারা অধিক গুরুত্বপূর্ণ হবে" অথবা "অনেকে যারা অসন্মানিত তারা সন্মানিত হবে"।