Door43-Catalog_bn_tn/LUK/13/22.md

1.6 KiB

সঙ্কীর্ণ দরজায় প্রবেশ করা কষ্টকর

"সঙ্কীর্ণ দরজা দিয়ে প্রবেশ করতে কঠিন পরিশ্রম কর"। এটি ঈশ্বরের রাজ্য রূপালঙ্কারটির একটি অংশ (দেখুনঃ ঈশ্বরের রাজ্য, স্বর্গ রাজ্য)। এই রূপালঙ্কারটিতে ঈশ্বরের রাজ্যকে একটি গৃহের দ্বারা উপস্থপন করা হয়েছে)। যীশু এক দল লোকদের সঙ্গে কথা বলছিলেন। তাই "তুমি" এই প্রসঙ্গে বহুবচন (দেখুনঃ তুমির বিভিন্ন রূপ) # সঙ্কীর্ণ দ্বার

ঈশ্বরের রাজ্যের অন্তরভুক্ত হওয়াকে সঙ্কীর্ণ দ্বার দিয়ে প্রবেশের দ্বারা বর্ণীত করা হয়েছে। দ্বার সঙ্কীর্ণ হওয়ার সত্যতা বুঝিয়ে দেয় যে শুধুমাত্র কিছু লোকই এক সময় তার দ্বারা যেতে পারবে। এটি এমন ভাবে অনুবাদ কর যেন এর নিয়ন্ত্রিতা বজায় থাকে। (দেখুনঃ অন্তরভুক্ত ও বহীর্ভূত)