Door43-Catalog_bn_tn/LUK/13/20.md

1.3 KiB

(যীশু ধর্মধামে লোকদের ক্রমাগত শিক্ষা দিতে থাকেন।) # কিসের সঙ্গে আমি ঈশ্বরের রাজ্যের তুলনা করব?

এটি একটি আলঙ্কারিক প্রশ্ন যার দ্বারা যীশু এই বিষয়ে যা বলতে চায়ছেন সেই বিষয়ে ভূমিকা দিচ্ছেন। (দেখুনঃ আলঙ্কারি প্রশ্ন) এটি একটি উক্তি রূপে অনুবাদ করা যায় যেমন UDB তে আছে।

এটি তাড়ির তুল্য

শুধুমাত্র একটু তাড়ি সমস্ত ময়দার তালকে ফুলিয়ে দেয়। এটি স্পষ্ট করা যায় যেমন UDB তে আছে। # তিন মন ময়দা

এটি এইভাবে অনুবাদ করা যেতে পারে "ময়দা প্রচুর পরিমানে" অথবা আপনার সংস্কৃতিতে যে শব্দ ব্যবহার করে প্রচুর পরিমাণ ময়দা বোঝানো হয়।