Door43-Catalog_bn_tn/LUK/13/08.md

1.2 KiB

(যীশু লোকদের সঙ্গে ক্রমাগত কথা বলেতে থাকেন।)

এটাকে একা ছেড়ে দাও

এটি এইভাবে অনুবাদ করা জায় "গাছটির প্রতি কিছুই কর না" কিম্বা "এটিকে কেটে ফেল না"

এবং এটিতে সার দাও

"এবং জমিটিতে সার দাও।" সার হচ্ছে পশুদের নাদ। লোকেরা এটি জমিতে দেয় যেন মাটি গাছ

পালার বৃদ্ধির জন্য ভালো হয়ে উঠে।

কেটে ফেল

এটি এইভাবেও অনুবাদ করা যায় "আমাকে এটি কাটতে দেও" অথচ "আমাকে ইহা কাটতে বল।" দাসটি এক পরামর্শ দিল; সে মালিককে কোন আজ্ঞা দেয় নি।