Door43-Catalog_bn_tn/LUK/12/24.md

1.6 KiB

(যীশু তাঁর শিষ্যদের শিক্ষা দিয়ে চললেন.")

দাঁড়কাক

এটি উল্লেখ করে দুয়ের মধ্যে এক ১) কাক, একধরনের পাখি যা বেশিরভাগ সময় শস্য খায়, বা ২) দাঁড়কাক, একধরনের পাখি যা মরা পশুর মাংস খায়. যীশুর শ্রোতারা হয়তো দাঁড়কাক কে অখাদ্য হিসাবে বিবেচনা করবে কারণ তারা তা খেতে পারবে না.

তোমরা কতটা মূল্যবান সেই পাখির থেকে!

এটি একটি চিহ্ন বিশেষ, প্রকৃত বিষয়টাকে জোর দিচ্ছে যে লোকরা অনেক বেশি মূল্যবান ঈশ্বরের কাছে পাখিদের তুলনায়.

তার জীবন একহাত বৃদ্ধি করতে পারে

এটি একটি উপমা কারণ একহস্ত হল একটি পরিমাপ, সময়ের নয় দূরত্বের. এটা দেখায় যে কোনো ব্যক্তির জীবন যেন অনেকটা তক্তা বা দড়ির মত বা অন্য কোনো ভৌতিক বস্তু যার দৈর্ঘ্য বাড়ানো যায়. (দেখু : রূপক)