Door43-Catalog_bn_tn/LUK/09/03.md

1.8 KiB

তিনি তাদের বললেন

"যীশু সেই বারোজনকে বললেন"

কিছু নিওনা

এটি এইভাবেও অনুবাদ করাযায় যেমন "কিছুই নিওনা তোমাদের সঙ্গে" বা "তোমাদের সঙ্গে কিছুই আনিওনা."

তোমাদের সফরের জন্য

"তোমাদের যাত্রার জন্য" বা " যখন তোমরা পথ চলবে." তারা তাদের পুরো সফরের জন্য কিছুই নেবে না, যেভাবে তারা গ্রামে গ্রামে ঘুরবে, এবং যতক্ষণ না তারা যীশুর কাছে ফিরে আসছে.

যষ্ঠি

"লাঠি" বা "পথ চলার লাঠি." যষ্ঠি হল একটি লম্বা লাঠি যা ব্যবহিত হয় উঁচুতে ওঠা ক্ষেত্রে বা অমসৃন মাটিতে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে. এটিকে আক্রমনকারীদের হাত থেকে রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে .

যে কোনো বাড়িতে তোমরা প্রবেশ কর

"কোনো বাড়িতে তোমারা প্রবেশ কর"

সেখানে থাক

"অবস্থান কর সেখানে" বা " অস্থায়ীভাবে ঐ বাড়িতে অতিথি হিসাবে থাকো"

ঐ জায়গা থেকে

" ঐ শহর থেকে" বা "ঐ অঞ্চল থেকে"