Door43-Catalog_bn_tn/LUK/08/43.md

1.4 KiB

(এই ঘটনা যায়ীরের মেয়েকে সুস্থ করতে যাওয়ার পথে ঘটে.)

রক্তপাত হয়ে চলেছিল

"রক্তস্রাব হয়েছিল." তার রক্তস্রাব হচ্ছিল সম্ভবত তার জরায়ু থেকে এমনকি যখন ইহা হওয়ার জন্য নিয়মাফিক সময় হয় নি. কিছু সংস্কৃতিতে এই পরিস্থিকে উল্লেখ করার মার্জিত পথ থাকতে পারে. ( দেখুন: রেখাসমূহ)

কিন্তু কারোর দ্বারাই সুস্থ হতে পারেনি

"কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারেনি"

তাঁর কাপড়ের পাড় স্পর্শ করেছিল

" তাঁর পোশাকের আঁচল স্পর্শ করেছিল." যিহুদী লোকেরা তাদের পোশাকের ধারে রেশমের থোপান তাদের আচারানুষ্ঠানের অংশ রূপে পরতেন, যেমন ঈশ্বরের ব্যবস্থায় লেখা আছে. ইটা সেইরকম যে সে স্পর্শ করেছিল.