Door43-Catalog_bn_tn/LUK/08/26.md

1.1 KiB

গেরাসেনীদের অঞ্চল

গেরাসেনী লোকেরা হল গেরাসা নামে ডাকা হয় এমন এক শহরের লোক.

গালীলের বিপরীতে

" গালীলের হ্রদের অপর দিকের এক শহর "

ওই শহরের এক ব্যক্তি

" গেরাসা শহরের থেকে একটি লোক"

ভূতগ্রস্থ

"সে ভূতেদের দ্বারা নিয়ন্ত্রিত"

সে কোনো কাপড় পরা ছিল না

"সে কাপড় পরে ছিল না"

কবর

এগুলি হল সেই জায়গা যেখানে লোকেরা মৃত শরীর রাখে, সম্ভবত গুহা. প্রকৃত ঘটনা যে মানুষটা ওদের মধ্যে বসবাস করছিল যা ইঙ্গিত দেয় এগুলি মাটিতে খোঁড়া গর্ত ছিলনা.