Door43-Catalog_bn_tn/LUK/08/19.md

1.2 KiB

ভাইয়েরা

এরা যীশুর ছোট ভাইয়েরা.

ইহা তাঁকে বলা হয়েছিল

" লোকেরা তাঁকে বলল" বা " কেউ একজন তাঁকে বলল"

আপনাকে দেখতে চাইছেন

"আপনাকে দেখবার জন্য অপেক্ষা করছেন" বা " এবং আপনাকে দেখতে চাইছেন"

আমার মা এবং আমার ভাইয়েরা তারা যারা ঈশ্বরের বাক্য শুনেন, এবং বাধ্য হন. এই উপমাটি এইভাবেও অনুবাদ করাযায় যেমন একটি রূপক : "যারা ঈশ্বরের বাক্য শুনে এবং বাধ্য হয় তারা আমার মায়ের এবং ভাইয়ের মতন আমার কাছে" বা "যারা ঈশ্বরের বাক্য শুনে এবং বাধ্য হয় তারা আমার কাছে আমার মায়ের এবং ভাইয়ের মতন গুরুত্বপূর্ণ." ( দেখুন: উপমা)