Door43-Catalog_bn_tn/LUK/06/49.md

1.4 KiB

(তাঁর বাধ্য হয়ে চলার গুরুত্ব কতটা সেই বিষয়ে যীশু সেই সমস্ত লোকদের শিক্ষা দিচ্ছেন৷)

একজন লোক যে বাড়ি নির্মান করল...

এখন এই উপমাটি একজন ব্যক্তিকে যে তার বাড়িকে কোনো ভিত ছাড়াই নির্মান করেছিল, তার সঙ্গে সেই ব্যক্তির যে যীশুর শিক্ষাকে মানে না৷ (দেখুন: উপমা)

ভিত্তিমূল

"ভিত্তি" বা, "অবলম্বন৷"

কোনো ভিত্তি ছাড়াই

এটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে, "কিন্তু সে প্রথমে খোঁড়েনি ও ভিত্তিমূল স্থাপন করেনি৷"

প্রবল স্রোত

"দ্রুত গতিবেগে প্রবাহিত জলস্রোত" বা, "নদী৷"

প্রতিকূলে প্রবাহিত হল

"প্রতিকূলে সংঘর্ষ হলে৷"

ধ্বংস হল

"পড়ে গেল" বা, "সম্পূর্ণরূপে ধ্বংস প্রাপ্ত হল৷"