Door43-Catalog_bn_tn/LUK/06/29.md

1.3 KiB

(যীশু সেই ভিড়কে অবিরত তাদের শত্রুদের ভালবাসতে শিক্ষা দিচ্ছেন৷)

তাকে যে তোমাকে আঘাত করে

"যদি কেউ তোমাকে আঘাত করে৷"

এক গালে

"তোমার মুখের এক দিকে"

তাকে অন্যটিও ফিরয়ে দাও

এটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে যে, তার দিকে তোমার মুখের আর একদিক ফিরিয়ে দাও, যাতে সে সেটিতেও আঘাত করতে পারে৷"

বিরত থেকো না

"তাকে নিতে বাধা দিয়ো না৷"

তাদেরকে নিতে দাও যারা তোমাদের কাছে চায়

এটিকে এইভাবে অনুবাদ করা যায়, "যদি কেউ তোমার কাছে কোনো কিছু চায় তাকে তা দাও৷"

তাকে জিজ্ঞাসা কর না

"তার কাছে চেয় না" বা "দাবি কর না৷"