Door43-Catalog_bn_tn/LUK/06/27.md

1.3 KiB

(স্পষ্টতই যীশু সমস্ত জনতাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন যারা সেখানে ছিল, এমনকি যারা তাঁর শিষ্য নয় তাদের সঙ্গেও৷)

ভালবাসো... ভাল কর... আশীর্বাদ কর... প্রার্থনা কর

এই সমস্ত আদেশ গুলির প্রতিটি ক্রমাগত করতে হবে, শুধুমাত্র কোন একটি নির্দিষ্ঠ সময়ে নয়৷

তোমার শত্রুদের ভালবাসো

"তোমার শত্রুদের প্রতি যত্নশীল হও" বা "যা কিছু ভালো তা তোমার শত্রুদের জন্য কর৷"

যারা তোমাকে অভিশাপ দেয়

"যারা অভ্যাসগত ভাবেই তোমাদের অভিশাপ দেয়৷"

যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে

"ঐ অভ্যাসগত ভাবেই তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে৷"