Door43-Catalog_bn_tn/LUK/05/37.md

2.9 KiB

(যীশু ধর্মীয় নেতাদের আর একটি দৃষ্টান্ত বললেন৷)

কোন ব্যক্তি রাখে না

"কেউ রাখে না" (UDB) বা "লোকেরা কখনোই রাখে না৷"

নতুন মদ

"আঙ্গুর রস৷" এটি সেই মদকে বোঝায় যার মধ্য কোন খামির নেই৷

চামড়ার থলি

এই ধরনের থলিগুলিকে পশুর চামড়া দিয়ে তৈরী করা হত৷ এগুলিকে "মদের থলি" বা "চামড়ার থলিও" বলা যেতে পারে (UDB)৷

নতুন মদ থলিগুলি ফাটিয়ে দেয়

যখন নতুন আঙ্গুরের রস খামিরযুক্ত হয় এবং বিস্তৃত হয়, সেগুলি পুরানো চামড়ার থলি ফাটিয়ে দেয় কারণ সেগুল আর প্রসারিত হতে পারে না৷ "যীশুর শ্রোতারা আঙ্গুর রসের বিস্তৃত হওয়া ও খামিরযুক্ত হওয়ার বিষয়ে অন্তর্নিহিত তথ্য হয়তো বুঝতে পেরেছিল৷ (দেখুন: স্পষ্ট এবং অন্তর্নিহিত)

আঙ্গুরের রস পড়ে যাবে

"আঙ্গুরের রস থলি থেকে পড়ে যাবে৷"

তাজা চামড়ার থলি

"নতুন চামড়ার থলি" অথবা "নতুন আঙ্গুর রস রাখার থলি৷" এটি এমন একটি চামড়ার থলিকে বোঝায় যা আগে ব্যবহার করা হয় নি৷

পুরনো আঙ্গুরের রস

"যে আঙ্গুর রসকে খামির যুক্ত করা হয়েছে৷"

সে বলে, 'পুরনোই ভাল'

এটা যোগ করলে ভালো হয় "এবং সেইজন্য নতুন আঙ্গুরের রস পান করতে চেষ্টা করে না৷ "এটি একটি উপমা যা ধর্মীয় নেতাদের পুরাতন শিক্ষার বিরুদ্ধে যীশুর নতুন শিক্ষাকে বোঝায়৷ প্রধান বিষয় হল এই যে যারা পুরানো শিক্ষা পালন করতে অভস্থ্য তাদের যীশুর নতুন শিক্ষা শোনার কোনো ইচ্ছা নেই৷ (দেখুন: রূপক)