Door43-Catalog_bn_tn/LUK/05/15.md

1019 B

তাঁর বিষয়ে খবর

"যীশুর সম্পর্কে খবর৷" এর অর্থ হতে পারে, হয় যীশু সেই লোকটিকে সুস্থ করেছেন সেই বিষয়ে খবর৷ বা, "যীশু লোকদের সুস্থ করেন সেই বিষয়ে খবর৷"

তাঁর সেই খবর এমনকি আরো বেশি ছড়িয়ে পড়ল

তাঁর সম্পর্কে খবর এমনকি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল৷" বা "লোকেরা তাঁর বিষয়ে অন্যান্য স্থানে অবিরত বলতে লাগল৷"

নির্জন জায়গায়

"নিঃসঙ্গ স্থান" বা "শান্ত স্থান" বা "এমন এক জায়গা যেখানে অন্য কোনো লোক নেই৷"