Door43-Catalog_bn_tn/LUK/05/14.md

1.6 KiB

কাউকে বল না

এই একটি পরোক্ষ উক্তি৷ এটিকে একটি সরাসরি উদ্ধৃতি হিসাবেও অনুবাদ করা যেতে পারে, "কাউকে বলো না৷" উহ্য তথ্যটি হল যে "তুমি সুস্থ হয়েছ৷" (দেখুন: বাক্যের উদ্ধৃতি, স্পষ্ট এবং অন্তর্নিহিত তথ্য)

পবিত্র হওয়ার জন্য বলিদান কর

ব্যবস্থার নির্দেশ অনুযায়ী একজন ব্যক্তিকে পবিত্র হওয়ার পর বলিদান করতে হতো৷ এটি সেই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে পবিত্র করত এবং একইসঙ্গে পুনরায় সে ধর্মীয় আচার

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে৷

তাদের কাছে সাক্ষ্যের জন্য

"যাজকদের কাছে সাক্ষ্যের জন্য" বা, "যাতে যাজক জানতে পারে যে তুমি সত্যিই সুস্থ হয়েছ৷" "মন্দিরে যাজকেরা বাস্তবতার সঙ্গে মুখোমুখি হবে যে, যীশুই সেই ব্যক্তির কুষ্ঠ সুস্থ করেছেন৷