Door43-Catalog_bn_tn/LUK/02/41.md

993 B

তাঁর বাবা ও মা

"যীশুর বাবা ও মা"৷

তাঁরা গেলেন

যিরুশালেম পাহাড়ের উপরে ছিল, সুতরাং এখানে যেতে হলে লোকেদের উপরে যেতে হত৷

পর্ব শেষ করার পর

"যখন অনুষ্ঠান পর্বের সব দিনগুলি শেষ হলো" অথবা "অনুষ্ঠান পর্ব শেষ করার পর যে দিনগুলো দরকার হয়েছিল"৷

তারা মনে করেছিল

"তারা ভাবলো'

তারা একদিনের পথ গেলেন

"তারা এক দিনের যাত্রা করলেন" অথবা "তারা তত দূর পর্যন্ত গেলেন যতদূর লোকেরা একদিনে হেটে যায়৷"