Door43-Catalog_bn_tn/LUK/02/17.md

1.8 KiB

তারা লোকেদেরকে জানালো

"মেষপালোকেরা লোকেদেরকে বললো"৷

তাদেরকে কী বলা হয়েছিল

এটা এইভাবে অনুবাদ করা যেতে পারে "দূতেরা মেষপালকদেরকে কি বলেছিল"৷

এই শিশুটি

"শিশুটি"৷

মেষপালকদের দ্বারা তাদেরকে কী বলা হয়েছিল

"মেষপালকেরা তাদেরকে কী বলেছিলো"৷

সেগুলি তাঁর হৃদয়ে সঞ্চয় করে রাখলো

এটা এই ভাবে অনুবাদ করা যেতে পারে "ভালো করে সেগুলোকে মনে করেছিল" অথবা "আনন্দের সাথে সেগুলোকে মনে করেছিলেন৷" ধন হলো এমন কিছু যা খুব দামী অথবা অনেক মূল্যবান৷ মরিয়ম সেই বিষয় গুলোকে মনে করল যেগুলি তাকে বলা হয়েছিল তার ছেলের বিষয়ে যে সে খুব মহান৷ (দেখুন: উপমা)

ফিরে গেল

এটা এই ভাবে অনুবাদ করাযেতে পারে "মেষেদের জায়গাতে ফিরে গেলো"৷

ঈশ্বরের প্রশংসা করতে করতে

এটা এই ভাবে অনুবাদ করা যেতে পারে "ঈশ্বরের মহিমার বিষয়ে"৷