Door43-Catalog_bn_tn/LUK/02/13.md

1.3 KiB

স্বর্গীয় বাহিনীর একটি বড় দল

"বাহিনী" শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে এক আক্ষরিক সৈন্যকে, অথবা একটা সংগঠিত দলের জন্য এটা একটা উপমা হতে পারে ৷ (দেখুন: উপমা)

ঈশ্বরের স্তব গান করা

এটা এই ভাবে অনুবাদ করা যেতে পারে "তারা ঈশ্বরের প্রশংসা করছিল"৷

স্বর্গে ঈশ্বরের মহিমা

সম্ভবত অর্থ গুলো৷ "স্বর্গে ঈশ্বরকে মহিমা দাও৷" এটা এই ভাবে অনুবাদ করা যেতে পারত "স্বর্গীয় স্থানে ঈশ্বরের মহিমার কথা বলো" অথবা "ঈশ্বরের অধিক প্রশংসা কর"৷

পৃথিবীতে তার প্রিয়জনদের মধ্যে শান্তি হোক

"পৃথিবীতে সেই সমস্ত লোক যারা ঈশ্বরের মনের মত তাদের শান্তি হোক৷"