Door43-Catalog_bn_tn/LUK/01/72.md

2.0 KiB

(সখরিয় ক্রমাগত ভাববাণী করতে লাগলেন৷)

করুণা দেখানোর জন্য

"দয়ালু হতে" বা "তার করুণা অনুযায়ী কাজ করতে৷"

মনে রাখবেন

এই প্রসঙ্গে "স্মরণ করার" অর্থ এই নয় যে ভুলে না যাওয়া৷ এর অর্থ হল কোন প্রতিশ্রুতিকে রাখা বা কিছু সম্পূর্ণ করা৷

আমাদের শত্রুদের হাত থেকে

"আমাদের শত্রুদের কবল থেকে৷" বা, আমাদের শত্রুদের হাতে ক্ষতিগ্রস্ত ও ক্রীতদাস হওয়ার থেকে৷" "হাত" বলতে এখানে ক্ষতিকর নিয়ন্ত্রণ বা ক্ষমতা যা একজন ব্যক্তির উপর রয়েছে সেই বিষয়কে বোঝানো হয়েছে৷ (দেখুন: বাক্যালংকার)

নির্ভয়ে

এইভাবে অনুবাদ করা যেতে পারে, "আমাদের শত্রুদের ভয় ছাড়াই৷"

পবিত্রতায় ও ন্যায়ে

"পবিত্র ও ধার্মিক পথে" (UDB) বা "যখন আমরা পবিত্র ও ধার্মিকতার পথে জীবনযাপন করি" বা, "যখন আমরা পবিত্র জীবনযাপন করি এবং যা সঠিক তা করি৷"

তাঁর সামনে

"তার উপস্থিতিতে" বা "তাঁর ইচ্ছানুসারে৷"

আমাদের সারা জীবন

"আমাদের সমগ্র জীবন৷"