Door43-Catalog_bn_tn/LUK/01/54.md

1.2 KiB

(মরিয়ম ক্রমাগত ঈশ্বরের প্রশংসা করে চললেন:)

তিনি সাহায্য করেছেন

"প্রভু সাহায্য করেছেন৷"

তাঁর দাস ইস্রায়েলকে

এখানে "ইস্রায়েল" বলতে একটি জাতিকে, বা ইস্রায়েলের লোকদেরকে বোঝান হয়েছে৷ যদি পাঠক ইস্রায়েল নামে ব্যক্তির সঙ্গে গুলিয়ে ফেলে, তবে এটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে, "তাঁর দাস, ইস্রায়েল জাতি" বা "ইস্রায়েল তাঁর দাস৷"

যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন

"কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন৷"

তাঁর বংশধর

"অব্রাহামের বংশধর৷"

( মরিয়মের কথা এখানেই শেষ হয়৷)